Varshavianka - ভার্শাভিয়াঙ্কা

Varshavianka - ভার্শাভিয়াঙ্কা
 


ঝঞ্ঝা ঝড় মৃত্যু ঘিরে আজি চারিদিক

অন্ধকারের চক্রান্ত কঠিন

তবু সংগ্রামে চলো উদ্দাম নির্ভীক 

রক্তপতাকা হাতে উরধে উড্ডীন ।


তাই সম্মুখে পদভরে মজদুর বাহাদুর

দুনিয়ার শোষিতের মুক্তিপথে

বিশ্বের মানবতার অন্তিম যুদ্ধে

চলো চলো ভেদি মরু গিরি সমুদ্দুর।।



শোনো ঐ নারী শিশুর ক্ষুধার্ত ক্রন্দন

আমরা কি রব শুধু নীরব শ্রোতা

শত্রুর শিবিরে হানো হানো প্রহরণ

হোক না নিহত রনে বন্ধু ভ্রাতা।।


তাই সম্মুখে



যত সাম্রাজ্যের শিরের মুকুট

ধূলিতলে হবে আজ অবনত

বিশ্বের অধিকারী শ্রমজীবি সন্তান

মানুষের মুক্তির দিন আগত।।


তাই সম্মুখে

Comments

Popular posts from this blog

Katyusha - Катюша (Kazakh Ver.)

Legion "Freedom of Russia" - Легион "Свободы России"

We Were Born in a Great Hour - Зродились ми з великої години